০৩ নভেম্বর ২০১৩

তন্ময় ভট্টাচার্য



হারিয়ে পাওয়া

তন্ময় ভট্টাচার্য

চোখের পাতা চোখের মধ্যে ভেঙে পড়লে
আড়াল নামক অবাধ্যতা মাপ করে দিই

বিলেত-বিলেত শহরতলি দেখার পরেও
স্থিতিস্থাপক আকাশটাতে কি নেই যেন

মেঘের থেকেও একটু বেশি ট্রেনের গতি
বর্ষাকালের রোম ছিটিয়ে আগের মতো

পায়ের পাতায় গাছের চলন মালগাড়ি-টার
বাধ্য হয়েই যুঝতে হবে মনের সাথে

এই সেদিনও বেদাত্রয়ীর পূর্বকথন
নোট করেছে আমার গোপন লাইব্রেরিয়ান

ঘর হারিয়ে সেই থেকে রেলট্র্যাকের ওপর
পর্যটকের ইচ্ছেমতো ঘর তুলেছি






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন