০৫ নভেম্বর ২০১৩

আনসার উল হক

চোখ দিয়ে 

আনসার উল হক 


এখন পালানোর সময় নয়, 
মাথা উঁচু করে দাঁড়াতে হবে । 
এখন অঘোরে ঘুমানোর সময় নয়,
উর্বর মাঠে স্বপ্নবীজ বুনতে হবে ।

আমাদের বিশ্বস্ত প্রজন্মের কাছে
সাঁঝ-বিহানের কথা বুনতে হবে ।
আমরা বলব স্বপ্নের কথা
প্রগতির কথা, বাঁচার কথা, অধিকারের কথা
পতিত-জমিনে ফসল ফলানোর কথা ।

আর বলব ---
শুধু কলম দিয়ে নয়
চোখ দিয়ে কবিতা লেখার কথা ।    



   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন