০৫ নভেম্বর ২০১৩

প্রশান্ত সরকার

মেঘ ! সে তো আকাশের 
প্রশান্ত সরকার 


যতক্ষণ চুপ করে আছি
ধরো কথা নেই,      
অথবা হাতড়ে এনেছি ভারাক্রান্ত ধুলো

হাওয়ায় হাওয়ায় উড়িয়েছি শুক্রাণু 
আর অযথা ভারী করেছি বাতাসের স্তন, ইচ্ছাকৃত
ততক্ষণে একচোট বৃষ্টি হয়ে গেছে ...
অন্তত সে রকমই মনে হয়
পাঁজরে পিছলভাব অনুভূত হলে
সাবধানী হয় সাহসী মাছেরা
তবু প্রতিকূলে ভেসে যায় ভীষণ আদরের মেঘ

একদিন আকাশের কাছাকাছি এলে
জমিয়ে গল্প  হবে ... কুয়াশার
গল্প হবে গত জন্মের, ততক্ষণ
যতক্ষণ চুপ করে আছি ... যত ক্ষণ মুষলধারে জল ।           




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন