০৪ অক্টোবর ২০১৭

কুন্তল মন্ডল

অহর্নিশি
  
চোখের দু'পাতা এক করে যখনি ফিরে তাকাই
 তখন ভালো লাগে, বেশ ভালো লাগে -
যখন দেখি মরুঝড়ে শহরের সবটুকু সবুজ ধুয়েমুছে গিয়ে,  
আকাশচুম্বী ফ্ল্যাটের জানালা গলে ভেসে আসে
      দুখী বাউলের চিরচেনা সেই ভুলে যাওয়া সুর
শিকলে বাঁধাপড়া সুখী মানুষেরাও কেমন ফিরে যেতে চায়    
  শিউলির গন্ধমাখা ভোরের আলোর বেণুর সন্ধানে

আর বছর পঁচিশের পর এই পাতাঝরা নিস্তব্ধ সন্ধ্যায়,
  গাছে গাছে পাতায় পাতায়, আজও চলে কানাকানি -  
তুমি আর আমি নিয়ে আজও মিঠে গসিপের খুনসুটি
   হাল্কা হাওয়ায় ভেসে উড়ে যায়






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন