০৪ অক্টোবর ২০১৭

বিপ্লব বড়াল

সারাদিন সারারাত

সারাদিন সারারাত বহন করি এক বোধহীন ইচ্ছার ভার
এই বিক্ষোভে সময় চলেছে নিরবধি
পূর্ব থেকে পশ্চিম দিগন্ততক
তবু আমি ভাঙতে চাই বেড়া, ভগ্ন - দশমাংশ
এই ভেবে দৃষ্টিকে স্বচ্ছ করি আর নত করি মাথা
সহসা জ্বেলে দিই আলো, মোমবাতি
চিন্তার নৈরাজ্য থেকে জঠর অবধি ঘোরে ফেরে
হঠকার আমরি ঘনশ্বাস
আর্তিঘন ইচ্ছেদের সামনে দাঁড়াই
জীবন ভালই, হাসি আনন্দের অনিন্দিত সুখ
গান গাই, রক্ত শিমুল নি:শব্দে ফোটে
মাথার ওপর ভবিতব্যের রূপান্তরিত দিনমান






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন