০২ অক্টোবর ২০১৭

ঋতিঙ্কর বসু

মানুষ সাজার গল্প

ক্ষুধার মতন লুকিয়ে আছ মানুষ হয়ে এ তল্লাটে
কে কাকে কি খুন করেছে-সুত্র খোঁজে ঠাণ্ডা রাতে
অগ্নিদগ্ধ হবার পরে ভস্ম হয়ে উড়বে চলো
পশুর মতন নয়, তুমি মানুষ সেজে গল্প বল।
তীব্র বিষাদ লুটিয়ে পড়ে পায়ের কাছে জাহান্নমে
ভালোবাসার প্রসাদলোভী মানুষ বসে সিংহাসনে
বাগান ঘেঁষা অন্ধকারে পাছা দোলায় যৌনদাস
অজ্ঞানতায় অন্ধ মেয়ের পাপ্সখলনের বদভ্যাস
নিছক তুমি ইট গেঁথেছ, দু’হাত তোমার এমন কালো!
পশুর মতন নয়, তুমি মানুষ হবার গল্প বল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন