০৪ অক্টোবর ২০১৭

গুচ্ছ কবিতা - হরিৎ বন্দ্যোপাধ্যায়

জল

জল ধরে তুমি কার মুখে দেবে?
আগামীদিনে সৃর্য সব শুষে নেবে



বৃষ্টিজলে 

বৃষ্টিজলে তোমাকে অনুভব করি
বৃষ্টিজলে শস্য ভাষা পেলে
মাঠে মাঠে হৈমন্তী সবুজ



তোমার কাছে  

তোমার কাছে লুকোতে লজ্জা লাগে
আমার ভেতর অনেকখানি তুমি দেখতে পাও
  


মাটির গন্ধে   

মাটির গন্ধে আকাশের রঙ লাল
রবীন্দ্রগানে তোমার গলা বয়ে যায় -------
"বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক"
দেখি তোমার খোঁপায় পলাশের আল্পনা



দোষ

ছেলেটি মেয়েটিকে দোষ দেয়
মেয়েটি দোষ দেয় ছেলেটিকে

কিন্তু দোষটা নিয়ে কেউ ভাবে না





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন