০৩ অক্টোবর ২০১৭

শুভাশীষ চট্টোপাধ্যায়

ইলিশ কাঁদে
  
সবাই মাতে বর্ষাকালে,
              ইলিশ খাওয়ার নেশা
আমিও মাতি মনে মনে
                 পেনশনটাই পেশা 
হাতড়ে পকেট গুনেই দেখি
                 আছে একশ-বিশ
তার মধ্যে  আনতে হবে
                  একটা বড় ইলিশ 
চোখ বুজে যাই বাজারেতে-- 
                  কানটা খোলা রেখে
হাঁকছে ইলিশ আটশো-হাজার,
                  বরফ দিয়ে ঢেকে 
ভিড়  ঠেলে যেই এগিয়ে গেলাম,
                   এতো ইলিশ খোকা
দেখতে ইলিশ, নামেই ইলিস
                      ইলিশ দিলো ধোঁকা 
পাশেই বসে ব্যাজার  মুখে
                    হাসছে তেলাপিয়া,
পেনশনার-রা খায়না ইলিশ,

                    সর্ষে বাটা দিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন