০৪ অক্টোবর ২০১৭

তাহির হাসান

আসবে নাকি?

আসতে পারি তবে শর্ত আছে।

কি শর্ত?

থাকতে হবে পেখম মেলে
রাজকন্যার সাজে,
সূর্য ডোবার অন্ধকারে
সন্ধ্যা হবার আগে।

সন্ধ্যা! সেতো হয়েই গেছে ক্ষণ প্রহর আগে।

সেতো আমার সন্ধ্যা নয়।

কি তোমার সন্ধ্যা তা’লে-

শুনবে তবে?

বললে পরে -

চাঁদটি যখন উঠবে ফুটে
তোমার মুখের অন্তরালে,
মিশবে বাতাস, ফুটবে ফুল
লজ্জারাঙা সেই স্বভাবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন