০৪ অক্টোবর ২০১৭

মেধস ঋষি বন্দ্যোপাধ্যায়

কল্পনাপুর

আর নয় এ শহরে চলো যাই দূরে
যেখানে রাখাল বাঁশি বাজে মিঠে সুরে।
বাতাসে যেখানে নেই মোটে ধুলোবালি
যেখানে আকাশে কেউ মাখায়নি কালি।
গাছগাছালিতে ভরা জায়গাটা খাসা
ডালে ডালে দেখা যায় পাখিদের বাসা।
যেখানে মানুষ দুটো কথা বলে হেসে
রাগ অভিমান ভুলে যায় ভালোবেসে।
এইবার থেমে নাতি বলে দুচ্ছাই!
এরকম জায়গা কি খুঁজে পাওয়া যায়?
দাদু বলে আছে আছে, নয় মোটে দূর,
চোখ বুজে দেখ পাবে কল্পনাপুর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন