০২ অক্টোবর ২০১৭

অরুণকুমার দাস

সিঁড়িকথা ও কোকিল হাওয়া

তীর থেকে উঠে এলাম
অনেকখন হল
জলের মুখোশ পরে ভাবলাম
বাড়ি চলে যাব

উঠোনের পাশে নদী এঁকে দাঁড়িয়ে থাকবো
সন্ধ্যা থেকে মাঝরাত অব্দি

ঘুম ডাকলেও যাব না

শুনেছি রাত গভীর হলে ঘোড়ারা উঠে আসে
জলের ভেতর থেকে

ফুল শুকিয়ে গেলে
ময়লার গাড়িতে তুলে দিই

আজ আদ্রতা এলো
বর্ষা এলো না
সারাদিন কাজের মাঝে বর্ষাস্তন

বার বার ডাক দিচ্ছে
ছুঁতে দিচ্ছে না

যাপনের ছবির ছায়ায় না না রঙের কোলাজ
সাইকেল যে দুরত্ত কমাচ্ছে না, টের পাই

ঘরের ভেতরের বাগানে পাখি আসেনা
ডেকে আনতে চাইলে হাওয়ার জন্মান্তর
চোখের মধ্যে সূর্য ডুবে যায়

কিছু কিছু কুসুম ফুল নয়
ফুলের মতন দৃশ্য ফুটেওঠে  তোমার বুকে
কতোদিন তোমার বুকের কাছাকাছি গিয়েও
ফিরে এসেছি

তোমার নয়
আমার দ্বিধা ছিলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন