০৪ অক্টোবর ২০১৭

মানবেন্দ্র ব‍্যানার্জী

আগমনী     

নিকিয়ে আকাশ নিকিয়ে উঠোন
নিকিয়ে দিয়ে পাড়া
বর্ষার যতো কালো মেঘের
এখন হাত পা ঝাড়া
কাজ নেই তো ভেজে যায়
নীল গগনের নীচে
ধবল পোশাক পরে তারা
ছুটছে রোদের পিছে

রোদ নয়তো সোনাঝুরির
কানের ঝুমকো দুল
সোহাগ ভরে জড়িয়ে ধরে
ভোরের শিউলি ফুল
নদীর চরে জমির আলে
কাশ ফুলেদের মেলা
আলতো হাওয়ার খুনসুটিতে
করছে তারা খেলা

শালুক শালুক হাসে সকাল
কাজলা দিঘির জলে
কাট পোকারা লেখে
নেহাত খেলার ছলে
ঘোলা জলের নদী যতো
শরৎ করে শোধন
আগমনির সুর উঠেছে
হবে পুজোর বোধন

বোষ্টুমি এক গান ধরেছে
কোমল মধুর সুরে
পুজোর গন্ধ ভেসে বেড়ায়
সোনালী রোদ্দুরে
পাড়ার যতো কচিকাঁচা
ফেলে দিয়ে পড়া
সারা দুপুর পুজো তলায়

দেখছে ঠাকুর গড়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন