০৪ অক্টোবর ২০১৭

রবীন বসু

শেষ চাল

নিঃসঙ্গ প্ল্যাটফর্ম, শব্দহীন স্টেশনে
ধাবমান ট্রেন চলে গেছে আগে,
কিছু স্মৃতিচিহ্ন গোড় দেয় সেখানে
যেখানে বিষণ্ণতা হাঁটে আগেভাগে l

ধূসর ছায়ার মত বৃষ্টি নামে কাছে দূরে
সময় দাঁড়িয়েছে ঠায়, বিকেলের মেঘে
আচমকা গান লাগে ফেলে আসা সুরে,
তবুও জীবন এসে হাত ধরে সেধে সেধে l

প্রাপ্তি বা অপ্রাপ্তি যত জড়ো করা খামে
তারও মাঝে বীজ বোনা, ফসলের আশা,
চাষীরও কপাললেখা বিন্দু বিন্দু ঘামে

ধুয়ে গেলে সেও দেবে শেষ চাল দান পাশা l



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন