০১ অক্টোবর ২০১৭

সৌমিত্র মিত্র

একলা মানুষ

বন্দী আমি, বন্দী তুমি- কিসের মায়াজালে?
ছুটছি আমি , ছুটছ তুমি - কিসের প্রতি লোভে?
একটা মানুষ , একটা জীবন- হাজার সুখের আশায়;
একটা জীবন, একা মানুষ- বিপদ দোরগোড়ায়
একটা জীবন, হাজার মানুষ- চাওয়ার প্রতীক্ষায়-
একা মানুষ, একটা জীবন- দেওয়ার অপেক্ষায়
একটা মানুষ, অনেক পথ- আস্তে চলো তাই;
একটা জীবন, সময় কম- আগলে রেখ তাই
একা মানুষ, অনেক আশা- কিসের প্রত্যাশায়?
একটা জীবন, অনেক আলো- কিসের মহিমায়?
একা মানুষ, অনেক হাত- সুখের স্বপ্ন দেখায়;
খুঁজে পেতে শক্ত হাত- জীবন যে ফুরায়
এত প্রশ্ন, একা মানুষ- সময় কাঠগড়ায়-
একটু ভাব, জীবন শুধু উত্তর পেতে চায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন