০৪ অক্টোবর ২০১৭

গুচ্ছ কবিতা - শাহাজাদ হোসেন

স্মৃতি

চুপচাপ বসে শুনছি মেঘ কান্না
কোথাও আলো নেই।
তুমি বসে আবহাওয়া দেখো
গাছের ছায়া খোঁজে ঠিকানা।

ইচ্ছে হয় তোমার কাছে যেতে
ছবি আ্ঁকছি ক্যানভাসে
ভাঙা আয়নায় প্রতিচ্ছবি দেখে
থমকে দাঁড়ায় স্মৃতি।



নৃত্য

নাকের ডগায় চশমা
আঙ্গুলের ফাঁকে সিগারেট
পুঁড়ছে ক্রমাগত।
মোমবাতির মৃদু হাস্য
টেবিলে  কাঁচের গ্লাস
হুইস্কিতে চুমুক মারার আগেই
বৃষ্টি এল নেমে।

সোহাগ জড়িয়ে জলোচ্ছ্বাস
শিকল জড়ানো ছায়ায়
                          চাঁদ হাসে।

জলের আরশি ভেঙে
কপালের কাছ ঘেঁষে
নেমে আসে
জলসিঁড়ি মেঘ।

বন্ধ ঘরে নৃত্য করে প্রেতাত্মা।



স্মৃতি

চুপচাপ বসে শুনছি মেঘ কান্না
কোথাও আলো নেই।
তুমি বসে আবহাওয়া দেখে
গাছের ছায়ায় খোঁজ ঠিকানা।

ইচ্ছে হয় তোমার কাছে যেতে
ছবি আ্ঁকছি ক্যানভাসে
ভাঙা আয়নায় প্রতিচ্ছবি দেখে
থমকে দাঁড়ায় স্মৃতি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন