০২ অক্টোবর ২০১৭

কামরুন নেছা কুমু

এই সব আমরা জানি, জেনেছি, জেনেই চলছি .....

আকাশে পাখি, মেঘ, বৃষ্টি ….
দেখে আমি ভাবি পৃথিবীর নৈরাজ্যের কথা
এতো অস্থিরতা, রেষারেষি, ধর্মান্ধতা, ক্ষমতার লড়াই
বর্বরতা সিরিয়া থেকে বাংলাদেশ....
বাতাসে মৃত্যুর গন্ধ ....
ফুঁপিয়ে উঠে হৃদয়
দৃষ্টি আহত ...
আজ আয়লান .... কাল ওমরান ….
শান্তির মাদুলি ঝুলে মিয়ানমারে
বিপন্ন সভ্যতা ...
আমাদের বিশ্বাসের সংরক্ষন কোথায় ?
আর এই বিচ্ছিন্নতার সংযোগ কোথায় ?
সততার অনস্বিকারোক্তি
সুস্থ্য কোনো রাস্তা নাই হেঁটে যাবার
অথচ এর মাঝেও কত উদ্দাম....
কত সজীবতা...জীবনের জয়গান ...
এরকম চলবে অথবা বাড়বে
এসব উন্মাদনা...
এসব আর কত ?
এসব আমরা জানি, জেনেছি এবং জেনেই চলছি ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন