০৩ নভেম্বর ২০১৬

হাননান আহসান

খাতার পাতায় বিউটিফুল

আঁকতে পারি গোলকধাঁধা
আঁকতে পারি অচিনপুর--
আমার মামার মাসির ছেলে
আঁকতে পারে গানের সুর।

আঁকতে পারি উজানভাটি
আঁকতে পারি ডুমুর ফুল--
ছোটো দাদুর পিসশাশুড়ি
আঁকতো ভালো মনের ভুল।

আঁকতে পারি হুকুম কড়া
আঁকতে পারি বাঘের দুধ--
ঠাকুরদাদার মেজো কাকা
এঁকে ফেলতো সরল সুদ।

আঁকতে পারি গরহাজিরা
আঁকতে পারি ঝিকির ঝিক--
দিদির বড়ো ছেলের মেয়ে
আঁকতে পারে কোনটা ঠিক।

আঁকতে পারি ফন্দিফিকির
আঁকতে পারি চক্ষুশূল--
আজ এঁকেছি খাতার পাতায়
একটা ভালো বিউটিফুল।      


                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন