০৩ নভেম্বর ২০১৬

কবিরুল ইসলাম কঙ্ক

মনিটর উপত্যকা 

ঘুম ভাঙতেই নদী এসে দাঁড়ায় প্রান্ত বিকেলে
হলুদ রোদের শেষ ছায়া শুষে নেয় পর্দা-সুখ,
রূপালি আলো ঘেরা বাগানে উদাস গাছেরা  
বেলাভূমি জুড়ে । বৃষ্টি আশায় সতত উন্মুখ ।

তারপর ভেতরের যত বনভূমি, যত উৎরাই
সব রৈখিক আবর্তনের গল্প মারা যায় মাঠে,
ন্যুব্জ সাংকেতিক অক্ষরের হয় নাকো ভোর
থাকে না কোনো যতিচিহ্নের ব্যবহার পাঠে ।

সুখ-দুঃখের মনোহর কাহানিয়া নিয়ে ঘর
ভোল্টেজ বাড়া-কমায় কাঁপে ব্যস্ত মনিটর ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন