০৩ নভেম্বর ২০১৬

দীননাথ মণ্ডল

হেমন্তের পর

হিম জড়ানো সকালবেলায়
সূর্যমামা হাসে
সোনার প্রদীপ জ্বলছে যেন
সবুজ মাঠের ঘাসে
ছড়িয়ে আছে হিরের দানার
বিন্দু বিন্দু ধারা
বুকের মাঝে শীতের আমেজ
দেয় একটু নাড়া
ধান পেকেছে মাঠে মাঠে
ভর্তি হবে গোলা
নবান্নের ক্ষীর-পায়েসে
দেয় আনন্দ দোলা
গাছের পাতায় বিষাদসিন্ধু
হলুদ রংয়ের সাড়া
হেমন্তের ওই শুষ্ক বাতাস
নাড়ছে শুধু কড়া



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন