০২ নভেম্বর ২০১৬

দেবব্রত সরকার

ভাতৃদ্বিতীয়া

সুপ্রভাত জেগে আছে প্রভাত শিশিরে
দুর্বাঘাসের পাতায় লেপ্টে আছড়ে
পরে,হয়ে শৃঙ্খল যুগ যুগ ধরে
ভাতৃদ্বিতীয়ায় শিশির কপালে
ছোঁয়ায়,হলুদ-দইয়ে চন্দন চুয়ে
ধান দুর্বার সাথে চুলে তেল মাখিয়ে
পান সুপুরি কলা নারিকেল কপালে
আঙুলে ঠেকিয়ে;  দিদি বন আয়ু ডাকে
যমকে দেখিয়ে ; প্রতিটি বছর ধরে
দ্বীপ জ্বেলে থালা হাতে বরণ করে
দিদি-দাদা-ভাই-বোন অভিমান ফেলে
হই হই রব করে হৃদয়েতে এলে
ছুটে আসে বুক পেতে চোখকে কাঁদিয়ে
মিষ্টি মুখে শুভানন্দঅশ্রু ছিটিয়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন