০২ নভেম্বর ২০১৬

অরিন্দম মুখার্জ্জী

মিথ্যেবাদী 

হ্যাঁ আমি মিথ্যে বলি,
অশান্তি  এড়াতে
হ্যা আমি মিথ্যে বলি,
সুখের মুহুর্ত কে বাঁচাতে
হ্যা আমি মিথ্যে বলি,
ভাঙা মনে আশ্বাস যোগাতে
হ্যা আমি মিথ্যে বলি,
হাত খরচা বাঁচাতে
হ্যা আমি মিথ্যে বলি
দেরী করে বাড়ি আসাতে
হ্যা আমি মিথ্যে বলি,
মুখে গন্ধ ছাড়াতে
হ্যা আমি মিথ্যে বলি
রাতে ফোনের আলো জ্বলাতে
কিন্তু
এমন মিথ্যে কোনোদিন বলব না

যা আমায় বিশ্বাসঘাতক  বানাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন