০৩ নভেম্বর ২০১৬

সম্পর্ক মন্ডল

শীতকাল 

পাতা ঝরে যাচ্ছে

গাছের আকূতি দেখে মনে হচ্ছে
এই বার সে
চলে যাবে
        পাথর খোদাই এর শুভ্র দেশে

নিজের শরীরে বরফ আঁকবে

নিজের শরীর থেকে
ঝরিয়ে দেবে
করুণ পাখিদের গান

হেমন্ত চলে গ্যাছে
এখন প্রবল শীতের গান
আগুনের চারপাশে

এর মাঝেই একটা ক্ষুধাতুর বিড়ালী
এগিয়ে আসছে
শিকারের গোপন অন্ধকারে

শুধু একবার
নরম মাংসের
          জীবন্ত জীব'কে

সংগোপনে ছোঁবে বলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন