০৩ নভেম্বর ২০১৬

সুবীর সিনহা

সৈনিক তুমি

হাতে তোমার নগ্ন তরবারি,
তোমার মাথায় আছে শিরোস্ত্রাণ,
রক্তঝরা যুদ্ধ জয়ের শেষে,
গাইবে কেন রাজার জয়গান ?

তোমার রক্ত রক্ষা করে ভূমি,
সেই ভূমিতে কৃষক ঝড়ায় ঘাম,
না পায় কৃষক মূল্য তাঁর ঘামের,
তুমি কি পাও তাজা রক্তের দাম ?

সুস্থ-সবল-সুঠাম তোমার দেহ,
মাথাটা কিন্তু অকেজো হয়ে আছে,
বাহুবলীরা ভেবে দেখবে না
শক্তি কেন ঝোঁকে বুদ্ধির কাছে ?

শত্রুকে মানিয়ে দিয়ে হার,
তরবারিটা ঘোরাও উল্টো দিকে,
মুচকি হেসে বলবে ভগবান,

সৈনিকরা রাজনীতি গেছে শিখে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন