০৩ নভেম্বর ২০১৬

বিদিশা দাস

আশ্রয় 

ওইখানে নদী ছিল,
ছিল ডাহুক-দুপুর, হরিণের নিলয়;
ফেনিল আবেগ আর শান্তির আশ্রয়,
বর্ষাভেজা রাত সংগে একমুঠো মেঘ;
প্রেমিক হৃদয় আর গোপন উদ্বেগ !
রাখালবালক আর তার মোহনবাঁশি,
মিঠে সুর সেই-"ভালোবাসি ভালোবাসি"

ওইখানে অরণ্য ছিল,
আলোছায়া আর রোদবৃষ্টি মাখা;
মুঠোমুঠো ফুল-রঙ-জলছবি আঁকা !
অভিমান ভুলে বাঁকাচাঁদের ছলাকলা,
গলে গলে পড়ত অনেক না-বলা !
নামঠিকানা ভুলে সেই হারিয়ে যাওয়া,
গহন সবুজেই পথ খুঁজে পাওয়া

ওইখানে সব ছিল !
নদী ছিল,অরণ্য ছিল,আকাশ-বাতাস-মাটি !
প্রজাপতির পাখায় ছিল ভালোবাসা খাঁটি
ওইখানে আজ আছে ইট-কাঠ-বালি,
ঐশ্বর্য সম্পদ-গুমোট বাতাস আর শর্তাবলী !
নদী আর অরণ্য গেছে হাত ধরাধরি করে খুঁজে নিতে অন্যকোথাও নিঃশর্ত আশ্রয়






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন