০২ নভেম্বর ২০১৬

রিপা আক্তার

অপেক্ষা

আলোহীন ঘরে নিিচ্ছদ্র অন্ধকার
কেটে যায় দিন নীরবতা আর
নিঃসঙ্গতায়
বিনিদ্র রাত্রির নিদ্রাহীন প্রহরে-
ব্যাথায় নামে বৃষ্টি টুপটাপ চোখে!
সেথো ধ্যানমগ্ন তৃষ্ণা কাতর সপ্ন উৎসুক
তোমার আশায় কাদঁবে তাই -
ব্যাকুল ধারার বুক।
অপেক্ষার বুভূক্ষ দিন পাঁজরে রক্তকরণ
প্রতিটা দিন প্রতিটা সময় প্রতিটা ক্ষণ
তিেল তিেল হল নিঃশেষ
অপেক্ষার প্রহর হয়না তো শেষ ... !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন