০২ নভেম্বর ২০১৬

খুশবু আহমেদ

শূন্যে শূন্যস্থান

   পৃথিবীর সব নক্ষত্ররা যখন ঘুমিয়েছিলো,
    মধ্যরাত্রে একাকীত্বের হাত ধরে
     শুকতারা খুজতে বেরিয়েছিলাম|
    ধূমকেতুর মতো তুমি এসেছিলে,
     বুঝেছিলাম অমাবস্যা মন নিয়ে
       এখনো  বেচে আছি|

   এক অদৃশ্য টানের কাছে,
   হেরে যাচ্ছিলাম প্রতিনিয়ত |
  অতৃপ্ত মন ঝাঁপ দিচ্ছিলো অন্ধকারে,
   শূন্যের খালি শূন্যস্থানে-
   অনুভূতিহীন যন্ত্রণা নিয়ে,
   অস্তিত্বের ছাপ ছুয়েছিলাম |
 
   দগ্ধ হৃদয়ের মেঘলা আকাশে,
    তুমিই রামধনু একেঁছিলে !




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন