০৩ নভেম্বর ২০১৬

গোপাল বাইন

দুলছে বিশ্বভুবন

মন ভাসালাম ফুল ভাসালাম তোমার স্রোতে
ছায়াপথে চলল তারা ভাসতে ভাসতে
কিনারা নেই ঘাটও নেই কেবল চলা চলা
ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল জড়িয়ে ধরি গলা

কেবল তুমি কেবল আমি কেবল আমরা  দুজন
এমনি করেই চলছি ভেসে দুলছে বিশ্বভুবন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন