০২ নভেম্বর ২০১৬

মন্দিরা ঘোষ

সময়ের ছাপ

একবার থামলে না কেন?
আমি তো দাঁড়িয়ে আছি দুয়ার জুড়ে।
অথচ  সময়ের হাত ধরে
বেমালুম চলে গেলে?
চাইলে না একবার!

যতই প্রেমজ শব্দ নামাও
সময়ের বুকে,যতই নিষ্ঠায় ধরে
থাকো হাত;
মানবিক ছোট ছোট  ভুলচুক
কিংবা  মায়ার ইশারা  এলে
মুছে যাবে সময়ের ছাপ।
ছায়ার খোঁজে ক্লান্তি নিয়ে
পিছনে ফিরবে, জানি আবার।
মৃত শরীরের রক্ত মাংস ঘেঁটে
নোনাজলে ধুয়ে যাবে চোখ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন