০২ নভেম্বর ২০১৬

সুপ্রীতি ঘরামী

গ্রাম্যপথ

এই আমাদের গ্রামের পথ ধূসর রঙে রঙিন,
বেশ খানা তার ধুলো মাখা যেন বড়ই মিলন।
সবুজ রঙের ঘাস গুলো তার তাপ্পি মারা শাড়ী ,
যেটা পড়ে সে দিগন্ত দেয় পাড়ি।
এই আমাদের গ্রামের পথ যেখানে খোলা আকাশ নীল,
দিগন্ত জোড়া মাঠ বিস্তৃত সীমাহীন।
যেখানে দিনের শেষে সূর্যিমামা এসে,
একটুখানি হেসে মাঠের কোলে ঘেঁষে
ডুব দেয় কোনো অজানা এক দেশে।
এই আমাদের গ্রামের পথ যেখানে রাতের বেলা,
দেখা যায় নীল আকাশের বুকে তারা আর চাঁদের খেলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন