০৩ নভেম্বর ২০১৬

নীলিমা সাহা

কাছের জানালা    

শাখায় শাখায় হেমন্ত
বৃক্ষশীর্ষে তবু
দুঃখলিপি

ফিরে  গেল চোদ্দটা বছর 
ধুলোর জানালা 
মোছা গেল না

কালো মেঘের আকাশ
সন্তর্পণে
চাঁদ ঢেকে দিল

-বাক অরণ্যকাণ্ড
শেষ হয়েও যুদ্ধ
হইল না শেষ

শব্দের শহর ফিরে দ্যাখে
আলোর উল্লাফ
সীতার বোবাদঋষ্টি দ্যাখে দাগ

অথবা আমি  দেখি সিক্সথ অ্যাভিনিউ
পথ বদলে পথ

হাঁটছে সন্ন্যাসিনী একা...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন