০৩ নভেম্বর ২০১৬

মোঃ মিরাজুল হক

উপমা

তরু তো কিছুটা স্থানকে ছায়াদান করে
পুস্প তো, কিছুটা স্থান কে সুগন্ধে মাতাল করে
উপমা খুঁজি, কার কাছে গিয়ে !
চতুর্দিকে চাই ফিরে ফিরে
কারো সাথে হয়নাতো ওর তুলনা
ওতো মোর, অনন্যা

পাহাড়ী ঝরনার কাছে,
 উপমা খুঁজতে গিয়ে হলাম মৌন,
 কেননা, ওর হাসিত
 শুস্কের সময় হয়ে উঠে বিবর্ণ

চাঁদের কাছে,
উপমা খুঁজতে গিয়ে হলাম ব্যর্থ,
কেননা,ওর বক্ষে আছে কত শত কলঙ্ক,
 কি করে হবে, তোমার উপযুক্ত ?

ফুলের কাছেও উপমা খুঁজতে গিয়ে,
হলাম প্রতিবন্ধ
কারন, তো ক্ষনিকের জন্য
ভরিয়ে তুলে সুগন্ধ

কোকিলের কাকলি দেখে
উঠলাম চমকিয়ে
এত দিনে তোমার উপমা পেয়েছি বলে 
তবে,এর তো  বসন্ত ছাড়া থাকেনা কোন ছন্দ !
উপমা খুঁজতে খুঁজতে হলাম যখন হন্য
কে যেন জানিয়ে দিল, তুমিতো নিজেই নিজের উপমা

আপন স্বরুপে আপনি ধন্য



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন