০২ নভেম্বর ২০১৬

সম্রাট সরকার

আবদার

একবার ঘুরে আসি চল....সেই অন্ধকারটায়
না না কেও থাকবে না সেখানে....শুধু আমি আর তুই....
না না কেও কোনো কথাও বলবে না....আমরাও চুপ....তবে নিঃশ্বাস পড়বে ঘন ঘন...
চল না একবার ঘুরে আসি....
যেখানে সব অন্ধকার....আমাদের ইচ্ছে,আশা,আকাঙ্খা সব সওব.....থাকবে শুধু ওই একটুখানি ঘন নিঃশ্বাস....
অতীতের ভুল,বর্তমানের ভয়,ভবিষ্যতের চিন্তারা,সবাই সব্বাই হারিয়ে ফেলবে আমাদের....কিছুক্ষণ
যতক্ষন ধরে স্বশরীরে স্বর্গ দেখা যায়!
মান-অভিমান সবকিছু ফেলে চল না একবার ঘুরেই আসি সেখানে!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন