০৩ নভেম্বর ২০১৬

রাখি বিশ্বাস

বেঁচে আছি ধ্বংস ও নির্মাণে

বেঁচে আছি ধ্বংস ও নির্মাণে
তোমার সম্পত্তি হয়ে 
হাতের চুড়িতে ও সিঁথির সিঁদুরে ।
তুমি কি চিহ্ন বহন করেছ
আমাকে ভালোবেসে?
দু থাপ্পড় কষাতেই পারো তোমার রাগ হলে ।
আমি নির্বাক অশ্রুজলে 
ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিতেই পারো
তোমার মতবিরোধী হলে ।

আমি নারী ।
আমার থাকতে নেই কোন নিজস্ব ইচছা
তোমাদের তৈরী সমাজের নিয়মে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন