০২ নভেম্বর ২০১৬

প্রগতি বৈ্রাগী

তথাগতকে

তুমি তাকে দেখেও দেখোনি,                    
পূর্ণবোধী মোক্ষ ছিল,তন্ডুল শুধুই প্রয়োজন
করপূটে পরমান্ন,তার ছিল অন্নগন্ধী মায়া,
নীরাঞ্জনা তীরে,স্নিগ্ধ উপবাসী তুমি
স্বর্ণপাত্রে পাওনি কি জীবনের চোরা স্রোত,
দুগ্ধঘ্রান ওথলানো গৃহস্থালি আলো!

তথাগত,আজ তুমি অন্য নামে এসেছো নগরে-
যদি জিজ্ঞেস করি,পরম দানের পর,
ঐ যে যুবতী অনাবিল সু নিয়ে দরজায় দাঁড়ানো
তাকে কি ভাসিয়ে দেবে,আবার ভাসিয়ে দেবেবল।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন