০৩ নভেম্বর ২০১৬

আশিস মিশ্র

বৃষ্টিভেজা ঠোঁট

মেঘ ঢেকেছে চাঁদ
উড়ে বসছে জোনাকি
বৃষ্টি মেলেছে ফাঁদ।

বৃষ্টিভেজা ঠোঁট
গভীর রাতে তুই
জটিল হয়ে ওঠ।

বুঝেছি তোর ভাষা
সোজা সাপ্টা হিসেব
আর শুধু প্রত্যাশা।

ওষ্ঠে মায়া লেখ
যে লেখা আজীবন
পদ্যে মেখে শেখ।

রহস্যময় থাক
বৃষ্টিভেজা ঠোঁট
পুড়ে যাচ্ছে যাক।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন