০৩ নভেম্বর ২০১৬

শুভজিৎ রক্ষিত

নিশিজাদু

.
ঘেয়ো মাথা, তাতে জটা, মুখময় খুবলানো দাড়ি
হাট-মাঠ, আলপথ, জলাজংলা নিয়ে
আসমানতলা বাড়ি

দেখুন'গে  সেইখানে মহানন্দে শুয়ে আছে পাগলা সামাদ!
আজকের কথা নয়,
প্রতি রাত বারোটা নাগাদ ---
বৃক্ষচূড়া থেকে তার দোতারাটি পেড়ে
সেটিকে জড়িয়ে পাগলা শোয়,
একফালি মেঘ দিয়ে ঝেড়ে

.
আমাদের বউ নাকি কোনও এক জাদুকরি গহন নিশিতে,
গান হয়ে উড়ে গেছে মনিরুদ্দি বয়াতির সঙ্গে!
ফলে, তাকে এই মতো পেয়েছে দশায় ---
মহল্লার নানি-দাদি-ফুফা করে হায় হায়

সামাদের কানে আসে এসব রটনা
এসব শুনে সে হাসে,
কী করে জানল লোকে স্বামী-স্ত্রীর নিশুতি ঘটনা!
আনজনে সে রহস্য সামাদ --- বা কী করে জানায় ---
সুর-স্বর হয়ে বউ ঢুকে গেছে তার দোতারায়

শেষরাতে ঘুমঘোরে দোতারার বুকে লাগে সামাদের হাত
শিহরিত জলাজংলা জোছনামায়া নিয়ে
আমাদের বউ যেন হেসে ওঠে

আলতো ঝনাৎ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন