০২ নভেম্বর ২০১৬

মুক্তাদির আজাদ

মরণ পূর্বক

বিদায় লগ্নে মানব যেমনে
শেষ শ্বাস শুধু গোনে
অগোচরে - অসাবধানতায়
অ-ভাবনা ও অপেক্ষায়।

          হঠাৎ মরণ
      নিয়ে যায় যখন-
     হতচকিত ভাবে....
     আসবে না' বলে  আসার পূর্বে,
     সব সচেতনতা হারায়।

    মরণ আসার ঠিক সময় নেই যে তার
   জন্মের পর থেকে যেন দংশায় বার বার।
     হঠাৎ কোন দুর্বলতায়
      সে জীবন নিয়ে যায়।
     ফিরে না কখনো আর
       ফিরে কি?

           যদি না ফিরে মনে হয়-
  জীবন কে তবে কেন সুন্দর করে না যায়!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন