০৩ নভেম্বর ২০১৬

দেবাশিস সাহা

প্রসাধন

          আলোর ঘনত্ব অনুযায়ী
বাড়ি বদলে নেয় মানুষ
তুমি ঘর সাজাও
আয়না সাজিয়ে দেয় তোমাকে
চুলগুলো কখনো কখনো
 বেড়াতে যায় মেঘেদের সাথে
 পুকুরপাড়ে
অবেলায়  এলোমেলো যত্নের অঙ্গ
সময়ে সময়ে তেল দিয়ে
শাসন সোহাগ

হে বৃক্ষনাথ
কি গাছজন্ম দিলে

মানুষের মুখোশে মিথ্যে হাসি সাজাই




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন