০৩ নভেম্বর ২০১৬

পত্রিকা সংবাদ

মোহম্মদ শাহবুদ্দিন ফিরোজ 

শারদ ছন্দ ১ 

আট থেকে আশির প্রিয় পত্রিকা "কিশোর ভারতী"। যদিও নামেই কিশোরদের, সব্বাই কিন্তু পড়ি উৎসাহ নিয়েই। দেখা যাক শারদীয়া ১৪২৩ সংখ্যায় কী আছে... প্রফুল্ল রায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, আনীশ দেব, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় সহ ১৩টি উপন্যাস। প্রয়াত সাহিত্যিক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়-এঁর অপ্রকাশিত গল্প। নচিকেতা,  পি সি সরকার(জুনিয়র), চুমকি চট্টোপাধ্যায় সহ হাফডর্জন বড় গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, নবনীতা দেবসেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও ১৮জন কথাসাহিত্যকের গল্প। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙখ ঘোষ, শ্যামলকান্তি দাশ, শ্রীজাত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, পিনাকী ঠাকুর সহ একগুচ্ছ কবির কবিতা ও ছড়া। এছাড়াও ভ্রমন,খেলা, কমিক্স সব আছে। প্রচ্ছদ সুব্রত গঙ্গোপাধ্যায়।  এত কিছু মাত্র ১২০টাকায়। আপনি না পড়ে থাকলে আজই খবরের কাগজ বিক্রেতাকে আনতে বলুন...




শারদ ছন্দ ২

মুক্তিরাম মাইতি-র সুদৃশ্য প্রচ্ছদে প্রদীপ গুপ্ত সম্পাদিত "যুগ সাগ্নিক" শারদ সংখ্যা ১৪২৩। ত্রৈমাসিক এই পত্রিকা নিয়মিত ভাবেই প্রকাশিত হচ্ছে চার বছর ধরে। মূলত কবিতা প্রধান পত্রিকা হলেও গল্প, অনুগল্প, প্রবন্ধ, অনুবাদ সাহিত্য, নিবন্ধ, ইংরাজি সাহিত্য সবই থাকে। আশিস সান্যাল, পবিত্র মুখোপাধ্যায়, রত্নেশ্বর হাজরা, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ব্রত চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত সহ প্রায় তিন'শ কবির কবিতা দুই মলাটের ভিতর আছে। স্বপ্নময় চক্রবর্তী, বিনোদ ঘোষাল, চুমকি চট্টোপাধ্যায় সহ প্রায় পঞ্চাশটি গল্প। প্রবন্ধে ড. অশোককুমার ভট্টাচার্য, পংকজ নাথ, লোটাস সরকার ও অন্যান্য। অনুবাদ সাহিত্যে জয়া চৌধুরী, অমল কর ও কয়েকজন অনুবাদক। সঙ্গে অতিরিক্ত পাওনা শারদ ক্রোড়পত্র। ৩৬৮পাতার এই পত্রিকার দাম মাত্র ৫০ টাকা। পত্রিকা পাবেন ধ্যানবিন্দুতে। আরো বিশদ জানতে যোগাযোগ করুন সম্পাদক প্রদীপ গুপ্ত, মোবাইল ৯০৮৮৩৮৪৮৯৬ 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন