০২ সেপ্টেম্বর ২০১৭

প্রদীপ চৌধুরী

সুখ দুঃখের পুজো

যেই পুজোতে আমার খুশী
        তোমার খুশী নাই
তেমন পুজো আসুক নেমে
     এমন কি কেউ চাই ?

পড়বো আমি নতুন জামা
     নানান রকম করে
দেখবে সেটা অনেক মানুষ
     দাঁড়িয়ে থেকে দূরে |

চায়না আমি এমন পুজো
    বিভেদের রঙ মেখে
আমার চোখে জল এসে যায়
      ওই ছেলেদের দেখে |

কেমন ভাবে তাকায় তারা
     করুণ দৃষ্টি নিয়ে
পুজো খুশী নামছে এদের
    চোখের কোণ দিয়ে |

যে পুজোটা একাই আমার
      আমার সর্ব সুখ
সে পুজোতে আনন্দ নেই
    নামে হাজার দুখ |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন