০১ সেপ্টেম্বর ২০১৭

রমলা মুখার্জী

উজল তারা আলোয় ভরা
(সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কবিতায় শ্রদ্ধার্ঘ্য)

লাভপুরে জন্ম লভেন
        তারাশংকর বন্দ্যোপাধ্যায়
সাহিত্যের আকাশে আঁকেন
         নতুন আর এক অধ্যায়।
বীরভূমের লালমাটিতে তাঁর
           মা ফুল্লরার গ্রাম,
মাতা প্রভাবতী দেবী
          পিতার ছিল হরিদাস নাম।
প্রবেশিকার পর কিশোর হেবো
           এলেন কোলকাতায়-
কলেজে পড়াকালীন তাঁকে
           অন্তরীন হতে হয়।
অসহযোগ আন্দোলনে
            যোগদানের হেতু
পড়াশোনা বন্ধ হল
             গ্রামেই হলেন থিতু।
প্রথমে প্রকাশিত তাঁর
             কবিতার বই-পত্র
কাব্য-নাট্যের পরে ভরে
               উপন্যাসের পাত্র।
মাটি, জল,মানুষের যেন
                নিখুঁত জীবন ছবি...
বাংলা গল্প উপন্যাসের
               নয়া যুগের নবী।
গল্প হলেও সত্যি তাঁর
                লাঠিয়াল,মালাকার-
পটুয়া,বেদে,ডাক-হর-করা
                 কাহার,চৌকিদার।
অমর সৃষ্টি মন্বন্তর,
                হাঁসুলীবাঁকের উপকথা
অগ্রদানী,আরোগ্য নিকেতন
              কালিন্দী,গণদেবতা।
দুই পুরুষ,কবি,
              কীর্তি হাটের কড়চা,
পত্রে পত্রে ছত্রে ছত্রে
       যুগ-সমাজের পরচা।
তারার আকাশে ঝিকিমিকি জ্বলে
       কত শত উপাধি-
পদ্মশ্রী,পদ্মভূষণ,জ্ঞানপীঠ
       নেই তার অবধি।
সাহিত্যের প্রতিনিধি রূপে
        নানা দেশে তাঁর ভ্রমণ....
ঢীন,মস্কো,তাসখন্দেও
        তারাশংকরের গমন।
সাল একাত্তরে বয়স তিয়াত্তরে
      বাঙালি তারা হারা-
তবু চিরদিন আলোয় রঙিন
       অমর লেখনী ধারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন