০১ সেপ্টেম্বর ২০১৭

ঈশানী ব্যানার্জী

ইচ্ছে

ইচ্ছে করে,গাঁথতে মালা
তোমায় ঘেরা স্বপ্ন নিয়ে,
ইচ্ছে করে, আকাশ ছুঁতে
চাঁদের সাথে হাত মিলিয়ে।
ইচ্ছে করে, তারা হয়ে
তাকিয়ে থাকি মিটমিটিয়ে,
ইচ্ছে করে, গড়তে বাড়ি
আকাশ মাঝে মেঘের গায়ে।
ইচ্ছে করে, লুকিয়ে থাকি
আগুন হয়ে রবির বুকে,
ইচ্ছে করে, ভেসে বেড়াই
জ্যেৎস্না আলো গায়ে মেখে।
ইচ্ছে করে, গান গেয়ে যাই
তোমার সুরে সুর মিলিয়ে,
ইচ্ছে করে, স্বপ্ন যত
তোমার চোখে দিই বিলিয়ে।
ইচ্ছে করে, তোমার বুকে
ছটফটিয়ে মরতে পাখি
ইচ্ছে করে,শশ্মাণ তলে
তোমার হাতের আগুন মাখি
ইচ্ছে আমার এটুকুই
যে রইল বাকি,
ইচ্ছে আমার, পূরণ করে
দেবে তা কি?
থাকব আমি তোমার
আশায় জীবন ভরে,
ইচ্ছেগুলো তোমার মনে
তোমার সাথে নিলাম জুড়ে
জানি আমি, যা আছে মোর
ইচ্ছেগুলো, সবকিছইু
দেবে আমায় পূরণ করে।



                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন