০২ সেপ্টেম্বর ২০১৭

সুদীপ ঘোষাল

অন্তরকথা

ভালোবাসা কি শেখার জিনিস
এই যে রাত ভালোবাসে চাঁদকে
পুরুষ সূর্য পুড়িয়ে খায় পৃথিবীর গর্ভজাতদের

যেমন পুড়ছো কলেজ জীবনের বিরহ
এই সবই  অহরহ পোড়াবাঁশি
একদিকে পুড়েছে রাধা...
আর একদিকে আয়ান ঘোষের পোড়াটা নজর এড়িয়ে অবস্থিত ঘরে ঘরে,নিষ্ঠুর প্রেমী ...

ওর তো একটাই অবলম্বন অথচ  বুকের ভিতরে ঋণাত্মক ধ্বনি...
এদিকে মালা পরে যদু  মধু,হৃদয় মানে না
ও ভালোবাসা একটা  অসুন্দর হেরে যাওয়া প্রেমিকের গান লেখো না ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন