০২ সেপ্টেম্বর ২০১৭

দুটি কবিতা - সুনীতা বিশ্বাস

তুমি ছিলে না......

তুমি ছিলে না তাই…....
কিছুটা সময় কেটেছে অবহেলায়।
তুমি ছিলে না তাই……
সময়ের স্রোতে ভেসে যাওয়া স্মৃতিরা অসহায়।
তুমি ছিলে না তাই......
গোধূলি বিকেলটা আজও তোমার অপেক্ষায়।
তুমি ছিলে না তাই......
মনের মন্দিরে জ্বলেনি প্রদীপ সন্ধ্যায়।
তুমি ছিলে না তাই......
মন আজও ভালো নেই বিষণ্ণতায়।
তুমি ছিলে না তাই......
স্বপ্নরা হারিয়েছে রাত জাগা চোখের পাতায়।
তুমি ছিলে না তাই......
একা মন শুধু খুঁজেছে তোমায়।
তুমি ছিলে না তাই......
থমকে গেছে জীবনের কিছুটা সময়।
তুমি ছিলে না তাই......
জীবনের রঙ গুলো ভরেছে বিবর্ণতায় ।
তুমি ছিলে না তাই.........
জীবনটা আজ বৃথা-ই।
তুমি ছিলে না তাই.........
মৃত্যুমুখী মনটা আজও তোমাকেই ফিরে পেতে চায়।


কি আর হবে অতো ভেবে

      কি আর হবে অতো ভেবে.........
     সময় যাবে আপন স্রোতে।
     ইচ্ছে গুলো হবে না পূরণ ,
          মিথ্যে শুধুই স্বপ্ন দেখা।

         কি আর হবে অতো ভেবে...
      দুঃখ গুলো রয়ে যাবে সুখের আশায় পথ চেয়ে,
      দিনের শেষে ফিরবে মন ক্লান্ত দুটি আঁখি নিয়ে।

          কি আর হবে অতো ভেবে......
         জীবনটা শেষ হবে আবেগে।
          আবেগ বিহীন শূন্য জীবন,
        মিথ্যে শুধুই বাড়ে প্রলোভন ।

    কি আর হবে অতো ভেবে......
    আপন যে ছিল সে তো পর -ই হবে।
   চেনা মানুষও অচেনাই রবে।
মনে রবে না তাই মায়া মমতা ভালোবাসা,
জীবনে বেড়ে চলে তাই টাকার লালসা।

কি আর হবে অতো ভেবে......
দুঃখ কষ্ট বাড়বে শুধুই,
বাড়বে শুধুই না পাওয়ার লিস্ট।
খুশির মুহূর্তরা যাচ্ছে হারিয়ে,
অতীত গুলো ভাবতে গিয়ে।

কি আর হবে অতো ভেবে......
জীবনটা তো যাবে ফুরিয়ে,
স্বপ্ন গুলো যাবে হারিয়ে।
জীবন যুদ্ধে জিততে গিয়ে হয়তো হবে পরাজয়,
মিথ্যে আবার সান্ত্বনাতে হতে হবে নির্ভয়।

কি আর হবে অতো ভেবে......
 ভাবনার আর নেই তো শেষ...
তাই কি আর হবে অতো ভেবে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন