০১ সেপ্টেম্বর ২০১৭

কৌশিক দাশ

শিক্ষা গুরু

‘শিক্ষক’ ‘মাস্টার মশাই’
এই শব্দ গুলো শুনলেই
মাথা নত হয় শ্রদ্ধায়
ছোটবেলায় কিছু শিক্ষা
আমরা পেয়েছিলাম
বাবা মা আর শিক্ষাগুরুর কাছে
কিছু নৈতিক শিক্ষা
যেটা আমাদের মনন অস্থি মজ্জা
দেহ কোষ পুষ্ট করেছিল
সেই মূলধন নিয়েই আমরা বেঁচে আছি
আমরা তাঁদের কাছে ঋণী

আজকের স্কুলে
ক্লাস রুমে লিপস্টিক ঘষে ‘ম্যাম’
সেরে নেয় ছোট চ্যাট ক্লাস ওয়ার্কের ফাঁকে
নোটস এর ব্যাপারী শিক্ষক সাজে
মোটা মোটা জ্ঞান তুলে দেয় ছাত্রের হাতে
শিক্ষিত রাতারাতি গোগ্রাসে গিলে শিক্ষার মণ্ড
পরিণতি? চিন্তাশক্তিহীন একপাল শিক্ষিত ষণ্ড
স্নাতকোত্তরে ভরা দেশ, আলমারি ঠাসা মার্কস
আহ্লাদে ভেসে যায় গর্বিত বাবা-মা
বৃদ্ধাশ্রমে বসে কাঁদে সেই ‘শিক্ষিত’
খোকনের বুড়ি মা

অপুষ্ট মননে আজ সমাজ দূষণ
মা-র কাছে শিখে ছ বছরের বাচ্চা
পরীক্ষায় বন্ধুকে ভুল আন্সার বলে আজ
সাত বছরের ফুল শিশুকে চুপিসারে
ডাকে প্রধান শিক্ষক তার ঘরে
গোপনাঙ্গে হাত রেখে
পাপড়িটা ছিঁড়ে নিয়ে  
পালন করে তার ‘শিক্ষাগুরু’ ধর্ম।

শিউরে উঠি বারবার দেখে
এই শিক্ষার চালচিত্র

শিক্ষার আলো দাও জ্ঞান দাও,
আলোকিত মননে
আগামীর শিশুরা লিখে যাবে
আগামীর ইতিহাস
শিক্ষার কলমে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন