০১ সেপ্টেম্বর ২০১৭

বাসুদেব সেন

বীজ ধুয়ে যায়, সততার বীজ
     
আমার ঘরের পাশে জেগে ওঠে
দীর্ঘ নাগতরু !
সে যেন আকাশ ছোঁবে
এতটাই বড়;
রাতের ঝিলিমিলি জোনাকি পোকারা 
তাতে বাসা বেঁধে থাকে ;
রঙিন আলোতে যেন যাদু ভরা তারা ।
আমার অন্য ঘরে ঘুমোয় কিশোর,
সত্যি ঘুমোয়না তো !
সারারাত ফেসবুক চলে।
কানেতে ইয়ারফোন,
পৃথিবীর শব্দ আর মজা খেলে হাতে।
বেজে গেল বারোটা, একটা, দুটো।
শুধু কি ঘরে ? চারদিকে সততার বীজ 
ধোয় গঙ্গার পলে, এমনকি 
হিমালয় পর্বতে, মালভূমি,
উপত্যকা জুড়ে ।
আমরা কি ই বা খুঁজি,
বা পাশ ঘুরোলে খাদ,
ডান পাশে নির্বাচনী প্রলেপ,
সততার সলিল সমাধি ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন