০২ সেপ্টেম্বর ২০১৭

সুদীপ ব্যানার্জী

ঘোলাটে প্রার্থনায় আমি

সহজিয়া শব্দের  কোনো ছায়া গোচরে আসেনি
স্তূপ স্তূপ ফসিলের চূড়া
হীরের দ্যুতি অথবা বিচ্যুতি কোণের নিষ্পাপ চাউনি
একরোখা সকালের মেঘলা শাসানি ঘোলাটে
জটিলের জটে চালানি পাখিরা ডাকে
শ্যাওলা নিহত
ধোঁয়া ওঠা গত শতকের জীর্ণঘাট
ভোরের আগমনী আর মৃত্যুর খঞ্জনি
আজও আজও বাজে
এস্রাজে একাকী
শব্দের ছায়াহীন দেহ হাঁটু মুড়ে বসে টুকরো চেয়ারে
প্রার্থনা বাসা বেঁধেছে চোয়ালে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন