০২ সেপ্টেম্বর ২০১৭

প্রসেনজিৎ দাস

একটা আশ্চর্য হাত

একটা আশ্চর্য হাত যেন বারবার জানান দিচ্ছিল
                    তাঁর অদৃশ্য উপস্থিতি।
আমার দুর্বল মুহূর্ত গুলো যেন
                     বারবার শুধরে দিচ্ছিল,
কঠিন সময়ের রুক্ষতাকে ঠেলে ;
                   যেন বারবার বইয়ে দিচ্ছিল
আনন্দের বন্যা।
                        একটা আশ্চর্য হাত!

যখন ভালোবাসার মানুষগুলো একএক করে
                         দূরে সরে সরে যাচ্ছিল,
বিষাদাশ্রু গড়িয়ে পড়ছিল কপোল বেয়ে,
                     সান্ত্বনা দেওয়ার মত ছিল না কেউ;
তখন হার না মানা হার পরিয়েছিল,
                      সেই আশ্চর্য অদৃশ্য হাত !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন