০১ সেপ্টেম্বর ২০১৭

মাসুদ সেখ

শুরু ও শেষ
                         
ধারাবাহিক নিয়ম মেনে, সৎ পথে চললে;
যেখানে যেতে চাই, সেখানে যাওয়া যায়।
কেউ তো বোঝে তা, কেউ তো বোঝে না;
তাই তো সবাই...... সফল হয় না।
কোন পথে চলি আমরা, কেউ তো জানি না;
তবুও এগিয়ে যায় শেষ খুঁজে পাই না।
প্রকৃতির  নিয়ম মেনে  সৎ পথে চললে,
সাফল্যতা পাওয়া যায় সহজে জীবনে।
কোথায় যে শুরু...., কোথায় যে শেষ;
কেউ তো জানে না, জানে বিধাতা ....।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন