০২ সেপ্টেম্বর ২০১৭

সংগীতা বন্দ্যোপাধ্যায় (ঘোষ)

তোমায় যদি ইচ্ছে নামে ডাকি?

তোমায় যদি ইচ্ছে নামে ডাকি--
তুমি কি আর কাশের বনে হাওয়ার পালে দুলবে?
বৃষ্টি আকাশ মন ভিজিয়ে --
তুমি কি আর শরৎ বেলায় আমার কথা বলবে?

মৌমাছি মন গুনগুনিয়ে --
তুমি কি আর গান শোনাবে ভোরে বকুল বনে?
ইচ্ছে সকাল রৌদ্র আলোয় --
তুমি কি আর মিশে যাবে একলা আমার সনে?

প্রজাপতির বাহারী রঙ --
আমায় দেবে আবীর মাখা সাঁঝ বাতি রাত যত?
কোকিল কালো কলঙ্ক কি মিছেই দেবে অভিশাপের মত?

তোমায় যদি ইচ্ছে নামে ডাকি--
মাছরাঙা ঐ পাখির মত ডুব দিয়ে মন করবে আমার চুরি?
অদৃশ্য নদীর মত পার ভাঙা এই হৃদয়টাকে রঙ দেবে বাহারী?

অবৈধ মেঘের থেকে --
আদর এনে আমার সকল ভাঙবে অভিমান?
তোমায় যদি ইচ্ছে বলে ডাকি ---
শর্তবিহীন ইচ্ছেটুকুর করো না অপমান ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন